বঙ্গবাজারে পানির সংকটে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস

 



ফায়ার সার্ভিসের সদস্যরা বলছেন, যে পরিমাণ পানি প্রয়োজন, সে পরিমাণ পানি নেই। বঙ্গবাজারে আশেপাশের পানির উৎস থেকে পানি সংগ্রহ করা হচ্ছে।

রাজধানীর বঙ্গবাজারে পানির অভাবে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের সদস্যদের।

মঙ্গলবার সকালে এই আগুন লাগার পর ঘটনাস্থালে ফায়ার সার্ভিসের ৪৭টি ইউনিট কাজ করছে। তবে পানি আনতে হচ্ছে আশপাশের এলাকা থেকে।

ফায়ার সার্ভিসের সদস্যরা বলছেন, যে পরিমাণ পানি প্রয়োজন, সে পরিমাণ পানি নেই। বঙ্গবাজারে আশেপাশের পানির উৎস থেকে পানি সংগ্রহ করা হচ্ছে।



নাম প্রকাশ না করার শর্তে ফায়ার সারভিসের একজন সদস্য বলেন, পানির অভাবে আমাদের কাজে বেগ পেতে হচ্ছে। রমনা পার্ক, পুলিশ সদরদপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়, সরকারি কর্মচারী হাসপাতাল থেকে পানি আনা হচ্ছে। ফায়ার সার্ভিস সদরদপ্তর, ওয়াসা এবং সেনা, নৌ ও বিমানবাহিনীর গাড়ি দিয়ে পানি দেয়া হচ্ছে।

বিমানবাহিনীর হেলিকপ্টারে রমনা পার্কের লেক থেকে পানি সংগ্রহ করতে দেখা যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন