ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ৬টা ১২ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এখন পর্যন্ত ৫০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে এই আগুনের খবর পেয়ে ৬টা ১২ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। একে একে যোগ দেয় ৫০টি ইউনিট।
কেন্দ্রীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।
আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে সেনা, নৌ, বিমানবাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সেনাবাহিনীর একটি সম্মিলিত সাহায্যকারী দল, বিমানবাহিনীর সাহায্যকারী দল ও একটি হেলিকপ্টার কাজ করছে এবং নৌবাহিনী আগুন নিয়ন্ত্রণে ও উদ্ধারে অংশ নিয়েছে।
টিন ও কাঠ দিয়ে নির্মাণ করা বঙ্গবাজার দেশের অন্যতম বড় কাপড়ের মার্কেট। ঈদের আগে এমন ভয়াবহ আগুন ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতির সম্মুখীন করল বলে জানিয়েছেন তারা।
আগুন লাগার কারণ এবং এতে কারো হতাহতের খবর এখনও জানা যায়নি। উদ্ধারকারীরা এ নিয়ে বিস্তারিত তথ্য দিতে পারেননি।
রাজধানীর বঙ্গবাজারে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে র্যাব।
মঙ্গলবার সকালে এই মার্কেটটিতে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪৮টি ইউটিন তা নিয়ন্ত্রণে কাজ করছে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, র্যাবের ঢাকার সব ব্যাটালিয়ন ও নারায়ণগঞ্জ থেকে ১৮টি টহল দল এবং সাদা পোষাকে ছয়টি দল ঘটনাস্থলে যোগ দিয়েছে।
র্যাব জানায়, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তা, ট্রাফিক ম্যানেজমেন্ট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন সদস্যরা।
এ ছাড়া সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও বিজিবিও এই উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে
