ওষুধ সংকটে পাকিস্তান, থেমে আছে অস্ত্রোপচার

 পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়ায় ওষুধ তৈরির কাঁচামাল আমদানি করতে পারছেন না উৎপাদনকারীরা। হাসপাতালের বিছানায় রোগীরা কাতরালেও ওষুধ না থাকায় অস্ত্রোপচার করছেন না চিকিৎসকরা।

medicine

অর্থনৈতিক সংকটের বিরূপ প্রভাব পড়েছে পাকিস্তানের স্বাস্থ্যখাতে। বর্তমানে অতি প্রয়োজনীয় ওষুধও পাচ্ছেন না দেশটির সাধারণ মানুষ।

ওষুধ সংকটের জন্য পাকিস্তানের অর্থনৈতিক সংকটকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। তারা বলেছেন, কাঁচামাল আমদানি করার জন্য লেটার অব ক্রেডিটের (এলসি) ছাড়পত্র দিচ্ছে না বাণিজ্যিক ব্যাংকগুলো।

পাকিস্তানের ওষুধ শিল্প প্রায় পুরোটাই আমদানি নির্ভর। দেশটির মোট ওষুধের ৯৫ ভাগ কাঁচামালই ভারত, চীনসহ অন্যান্য দেশগুলো থেকে আসে, কিন্তু ডলার সংকটের কারণে কাঁচামাল করাচি বন্দরে দীর্ঘদিন ধরে আটকে আছে।

দেশটির ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর জোট পাকিস্তান মেডিকেল অ্যাসোসিয়েশন (পিএমএ) এ সমস্যা সমাধানে সম্প্রতি সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। সংস্থাটি বলেছে, সমস্যা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগেই এর সমাধান করতে হবে।

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের খুচরা ওষুধ বিক্রেতারা জানিয়েছেন, বাজারে এখন খুব সাধারণ কিন্তু অতি জরুরি প্যানাডোল, ইনসুলিন, ব্রুফেন, ডিসপ্রিন, ক্যালপল, তাগরাল, নিমেসুলেদে, হেপামারজ,


facebook


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন